
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
২৬ জুলাই (রবিবার) দুপুর ১ টায় জাতীয় মৎস সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে “মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধি জীবন গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগীদের মাঝে মৎসচাষের খাদ্য উপকরণ বিতরণ করা হয়। মৎসচাষী সজিব, আব্দুর রাজ্জাক ও আব্দুল মালেক সহ প্রত্যেক কে ৫০ কেজি করে মৎস খাদ্য উপকরণ প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসন পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্হিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাল সুজন ও বালিয়াডাঙ্গী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ, বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম সহ উপজেলা মৎস অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।