
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন , ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বড় বেংরোল গ্রামের বসিরউদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৮)কে গত কয়েকদিন আগে মাদক গ্রহণ করে পিতা মাতাকে প্রহার করার কারণে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ছিলেন ।,কিন্তু সে কারাগার থেকে মুক্ত হয়ে পুনরায় সোমবার ১৩ ই জুলাই মাদক গ্রহন করে একই ভাবে পিতা মাতাকে মারপিট করার সময় স্থানীয় জনসাধারণ ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন কে জানানো হয় । পরে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন , এ সময় তাকে মাদক সেবন এবং পিতামাতা কে মারপিট করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।