
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বেজ ঢালাইয়ের শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে প্রায় কয়েক শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
রোববার বেলা ১২ টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মানাধীন ওই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বেজ ঢালাইয়ের শুভ উদ্ধোধন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের হাতীবান্ধা উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আঃ জব্বার, টংভাঙ্গা ইউনিয়ন কমান্ডার নূরল আমিন, সিংগীমারী ইউনিয়ন কমান্ডার মতিয়ার রহমান, সিন্দুর্না ইউনিয়ন কমান্ডার ফজলুল হক, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল।