আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু ধামা চাপার চেষ্টা

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । বিষয়টি ধামা চাপা দিতে থানা পুলিশকে না জানাইয়া বাড়ীর মালিক ও নির্মান ঠিকাদার তারাহুরো করে ঐ লাশটি গ্রামের বাড়ী পৌছাইয়া দিয়েছে ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী কালুবাজার নবী দেওয়ানের মালিকানাধীন বাড়ির ছাঁদে এ ঘটনা ঘটে ।

এমন সংবাদের ভিত্তিতে সংবাদ কর্মীগণ ঐ দিন সন্ধায় ঘটনাস্থলে পৌছিলে, মৃত শাহ আলম এর আত্নীয়, রবিউল (৩৬), পিতা-মুনসুর আলী শেখ জানায়,

নিহত শাহ আলম, পিতা- আব্দুল আজিজ বগুড়া জেলার সোনাতলা থানাধীন ৬ নং চুকাইনগর ইউনিয়ণে মহেশপুর গ্রামের বাসিন্দা । তার পি তিনি স্ব-পরিবারে ৩টি কন্যা সন্তান সহ নবী দেওয়ানের বাড়ীতে একটি টিনের ঘরে ভাড়া থাকতেন এবং একই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন ।

এলাকাবাসী জানায়, নিহত শাহ আলম বাগানবাড়ির আব্দুল হালিমের বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিলেন । কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি যে বাড়ীতে ভাড়া থাকেন একই মালিকে অর্থাৎ, নবী দেওয়ানের বাড়ির ছাদ থেকে তা নামানোর চেষ্টা করলে ছাঁদের উপর থাকা ৩৩ হাজার মেগাওয়াট ভোল্টেজের তারের স্পর্শে গুরুতর আহত হয় ।

পরে স্থানীয়রা পিএমকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দেয় । পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

এ ব্যাপারে আব্দুল হালিমের ছেলে জুবায়েরের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটেছে । মৃত শাহ আলমের পরিবারের সাথে সমঝোতা করে তাদের নিকট মৃত শাহ আলম কে বুঝিয়ে দেওয়া হয়েছে । ওনারা লাশ নিয়ে গ্রামের বাড়ীতে বগুড়াতে পৌছিয়াছে ।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ঘটনাটি জানা নেই। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

টাঙ্গাইল শাড়ী নিয়ে ভারতে আইনি লড়াইয়ের ল’ফার্ম নিয়োগ

টাঙ্গাইলের শাড়ীর জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক স্বত্ব বাংলাদেশের রাখার জন্য ভারতে আইনজীবী নিয়োগের জন্যে সুপারিশ করেছে সরকার। শতাধিক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x