গোপালপুরে মাদক মামলায় গ্রেপ্তার সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় মাদক-সহ ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী ফেরেজা বেগমকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

২৬’সেপ্টেম্বর ২০২২ ইং সোমবার রাতে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন।

জানা যায়, ফেরেজা দড়িসয়া গ্রামের আকবর আলীর স্ত্রী। তিনি গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইক মার্কা প্রতীকে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী হয়েছেন, এবং এলাকায় ব্যাপক হারে নির্বাচনী পোস্টার লাগিয়ে প্রচার,প্রচারণা ও ভোট প্রার্থনা করছেন।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেন, এলাকায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত ফিরোজা বেগম ১০-১২টি মামলার আসামি।

একেক সময় তিনি একেক নাম ব্যবহার করে মাদক ব্যবসা করেন। ২০২১ সালের ১৪ জুলাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ফেরেজা বেগমকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃপারভেজ মল্লিক।

এবিষয়ে এলাকাবাসী জানান, মাদক সম্রাজ্ঞী ফেরেজার কারনে আমাদের তরুণ,তরুণী ছেলে, মেয়েরা ক্রমান্বয়ে নেশার দিকে ঝুকে পড়ছে, এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন এলাকার সুশীল সমাজসহ সাধারণ জনগণ

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইইউ এর সঙ্গে বাংলাদেশ জ্ঞান, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x