পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত ইউএনও গাড়ি

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি।

এ সময় নির্বাহী কর্মকর্তা গাড়িতে ছিলেন না। ঘটনাটি ঘটে আজ সোমবার (২৬ জুলাই) সকালে উপ

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি।

এ সময় নির্বাহী কর্মকর্তা গাড়িতে ছিলেন না। ঘটনাটি ঘটে আজ সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার হাটুরিয়া এলাকায়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম গাড়িতে তেল না থাকায় চালক খসরুকে সোমবার সকাল ৯টা ৫০মিনিটের দিকে হাটুরিয়া এলাকার পাম্প থেকে তেল আনতে পাঠান।

চালক গাড়ি নিয়ে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় যাওয়ার পর দুই পথচারীকে অতিক্রম করার সময় হঠাৎ সামনে পড়ে একটি গরু।

এ সময় চালক দুই পথচারীকে বাঁচাতে হার্ড ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে খাদে পড়ার পূর্বে চালক কৌশলে গাড়ি থেকে বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে সংস্কারের জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়। চালক খসরু বলেন, হার্ড ব্রেক না ধরলে গরুর গায়ে লেগে পাশের দুই পথচারীর প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, লকডাউন জনিত কারণে বের হয়ে দেখি গাড়িতে তেল নাই।

চালককে তেল আনতে বলে আমি অফিসে চলে আসি। পাম্প থেকে তেল আনতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তবে আল্লাহর রহমত যে গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চালক দুজন পথচারীর প্রাণ বাঁচিয়েছেন।

রৌমারীতে সিএসডিকে নির্বাহী পরিচালক হানিফের বিরুদ্ধে থানায় অভিযোগ

রৌমারীর সিএসডিকে নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টারের (৫০) নামে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ব্যপারে গত ২৩ এপ্রিল রৌমারী থানায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x