শনিবার থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন থ্রি

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট- সিজন টু’ শেষ হচ্ছে শুক্রবার। ৭১ পর্বে এ নাটকটি শেষ হলেও শনিবার থেকে ‘সিজন শনিবার থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন থ্রি৩’ শুরু হবে।

 

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা অমি। তিনি বলেন, শনিবার থেকে ‘ব্যাচেলর পয়েন্ট- সিজন ৩’ প্রচার শুরু হবে। বরাবরের মতো বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে সিজন থ্রি প্রচার হবে।

ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজনে ছিল রাজধানী শহরে পড়তে এসে কয়েকজন তরুণের একসঙ্গে মিল হয়ে নতুন বাসায় ওঠার গল্প। ‘সিজন ২’ এ ছিলো তাদের ক্যাম্পাস জীবন এবং নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বন্ধুত্ব দৃঢ় হওয়ার গল্প।

 

সিজন-৩ নিয়ে অমি বলেন, নতুন সিজনে এবার তারা একেকজন একেক দিকে চলে যাবে। কেউ কেউ কর্মক্ষেত্রে প্রবেশ করবে৷ নতুন কিছু চরিত্র যোগ হবে। ককটেল বাবু নামে খুব মজার এক চরিত্রে দেখা যাবে সুমন পাটোয়ারী ভাইকে।

 

এছাড়া বজরা বাজারের জাকির, ফার্মেসির দোকানের রতনসহ কাবিলার রোকেয়া চরিত্রটিও সামনে আসতে পারে। আগের দুই সিজনের চরিত্রগুলো আগামিতে আবার আসতেও পারে। এমন নয় যে, শুরুতে যারা থাকবে না তারা কখনোই আসবে না। চমক হিসেবেই রাখছি।

 

মোশন রকের ব্যানারে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

 

এ নাটকের অন্যতম আকর্ষণ কাবিলা চরিত্রটি। যার চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ। সবকিছু ছাপিয়ে নোয়াখালীর ভাষায় কাবিলার সাবলীল অভিনয়ে মুগ্ধ থাকে দর্শক।

 

নতুন সিজন প্রসঙ্গে পলাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, আগের দুই সিজনের জনপ্রিয়তা যাতে অব্যাহত থাকে সেটা মাথায় নিয়েই শনিবার থেকে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আমি মনে করি আগের দুই সিজনের চেয়েও নতুন সিজন উপভোগ্য হয়ে উঠবে।

রৌমারীতে সিএসডিকে নির্বাহী পরিচালক হানিফের বিরুদ্ধে থানায় অভিযোগ

রৌমারীর সিএসডিকে নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টারের (৫০) নামে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ব্যপারে গত ২৩ এপ্রিল রৌমারী থানায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x