কুড়িগ্রামের রৌমারী আত্মহত্যা ও পানিতে ডুবীসহ দুইজনের মৃত্যু

রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা গ্রামে লাইলি বেগম (৩৪) নামের এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত্যু গৃহবধু উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উজানঝগড়ারচর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী ও একই ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের লালু মিয়ার মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২০ বছর আগে গৃহবধু লাইলির সাথে ঝগড়ারচর গ্রামের মতিয়ার রহমানের বিয়ে হয়। তাদের ঘরে ফুটফুটে ৪ জন ছেলে ও মেয়ে রয়েছে। অপরদিকে ২ বছর আগে করোনার সময় তার একটি সন্তান পানিতে ডুবে মারা যায়। মা লাইলি বেগম তখন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন তিনি। ঘটানার দিন গোয়ালঘরে ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধু আত্মহত্যা করেন। আত্মহত্যার খবর পেয়ে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে যান।

অপর দিকে পুকুরের পানিতে ডুবে বাহারজান (৬৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ খজনমারা গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পর স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার একই দিনে পৃথক দুটি ঘটনার কথা স্বীকার করে বলেন, পরিবারে পক্ষে কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে।

কাজিপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিলের সংবাদ সম্মেলণ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান সিরাজী'র সংবাদ সম্মেলণ । গত (২৯ এপ্রিল)...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x