টাঙ্গাইলে ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলে আজ বুধবার ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন জেলা ও দায়রা জজ আদালত থেকে ২১টি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৩৫টি মামলার আসামিরা জামিন পেয়েছেন।টাঙ্গাইলে আজ বুধবার ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন জেলা ও দায়রা জজ আদালত থেকে ২১টি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৩৫টি মামলার আসামিরা জামিন পেয়েছেন।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরীর ভার্চ্যুয়াল আদালতে ২৫টি মামলার জামিন আবেদন করেন আইনজীবীরা। এর মধ্যে ২১টি মামলার আসামিরা জামিন লাভ করেছেন। তিনটি মামলায় জামিন আবেদন খারিজ করা হয়েছে এবং একটি মামলা আদেশের জন্য রাখা হয়েছে।

অপরদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল কবির এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস ও আকরাম হোসেনের আদালতে ৭০টি মামলার শুনানি হয়। ভার্চ্যুয়াল এই তিন আদালত থেকে ৩৫টি মামলার আসামিরা জামিন লাভ করেন।
পিপি এস আকবর খান জানান, দীর্ঘ দুই মাস পর ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালিত হলো। আগামীকাল বৃহস্পতিবারও ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম চলবে।

আশুলিয়ায় শরীয়তপুর চাঁদপুর একতা পরিষদের উদ্যেগে পথচারীদের মাঝে ঠান্ডা জুস লাচ্ছি বিতরণ

মাহবুব আলম মানিক: তিব্র দাবদাহে অসহনীয় গরম আর চলমান তাপপ্রবাহে পথচারী ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের একটু স্বস্তি দিতে শিল্পাঞ্চল আশুলিয়ায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x