কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামে একসঙ্গে চার নবজাতকের জন্ম

কুমিল্লার একটি ক্লিনিকে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক নারী। প্রসূতি শিরিনসহ ওই চার শিশু সুস্থ আছে। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া চার শিশুর তিনটি ছেলে ও একটি মেয়ে। নবজাতকদের বাবা সাইফুল ইসলাম। তার বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামে। তিনি পেশায় চা দোকানি।

শুক্রবার সাইফুল ইসলাম জানান, ২০১৪ সালে তিনি শিরিন আক্তারকে বিয়ে করেন। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরে আরও সন্তানের জন্য চেষ্টা করেন। তবে ছয় বছর পার হয়। গত বছরের শেষ সময়ে শিরিন সন্তানসম্ভবা হয়।

বুধবার রাতে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়। এ নিয়ে আনন্দের পাশাপাশি দুশ্চিন্তা করছেন সাইফুল। তিনি বলেন, আমি সামান্য চা দোকানি। এত কম আয়ে কিভাবে পাঁচ ছেলে মেয়েকে লালনপালন করব, তা বুঝতেছি না।

শিরিন আক্তার বলেন, আমরা গরিব মানুষ। এই ক্লিনিকের ডাক্তার লিরা আপা প্রথম থেকে সহযোগিতা করছেন। সিজারের সময় বলছে টাকা-পয়সা নিয়ে চিন্তা না করতে। সব সময় খবর রাখছেন।

ডা. নাজমা মজুমদার লিরা জানান, বুধবার রাতে শিরিন আক্তারকে সিজার করেছি। গর্ভবতী হওয়ার পর থেকে শিরিনকে আমি দেখতাম। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করেছি। বুধবার রাতে ৩০ মিনিট সময় ব্যয় হয়েছে সিজার করাতে। আগে থেকে রক্ত জোগাড় করা ছিল, তবে প্রয়োজন হয়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত মা ও চার নবজাতক সুস্থ আছেন।

কাজিপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিলের সংবাদ সম্মেলণ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান সিরাজী'র সংবাদ সম্মেলণ । গত (২৯ এপ্রিল)...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x